খেলা

আবার বিশ্বসেরা টেস্ট বোলার অশ্বিন, বিরাট লাফ কোহলির, নজর কাড়লেন অক্ষরও

সংবাদ সংস্থা : আইসিসি র‍্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন কোহলি।একই সঙ্গে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান ধরে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন।অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত ব্যাটিং করে ব্যাটারদের তালিকায় বেশ খানিকটা উঠে এলেন অক্ষর প্যাটেলও।আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। তার জোরেই র‍্যাঙ্কিং তালিকায় আট ধাপ উপরে উঠে এলেন বিরাট।

২০তম স্থান থেকে উঠে এসে বিরাট এখন ১৩তম স্থানে রয়েছেন। আহমেদাবাদ টেস্টের পর ক্রমতালিকায় প্রথম দশে ঢুকে পড়েছেন রোহিত শর্মাও।অন্যদিকে, টেস্টের একনম্বর বোলার হিসাবে নিজের জায়গা আরও পাকা করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আহমেদাবাদ টেস্টের আগে অশ্বিনের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে ছিলেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। কিন্তু চতুর্থ টেস্টে ৬ উইকেট তুলে নেন ভারতীয় অফস্পিনার।

তারপরেই সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় এককভাবে এক নম্বরে উঠে এসেছেন অশ্বিন।বর্ডার গাভাসকর ট্রফিতে বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি অক্ষর প্যাটেল। কিন্তু সিরিজে তিনটি হাফ সেঞ্চুরি-সহ ২৬৪ রান করেন তিনি। দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাটারদের তালিকায় প্রথম ৫০য়ে ঢুকে পড়েন তিনি। ৪৪তম স্থানে রয়েছেন ভারতীয় অলরাউণ্ডার।

Related Articles

Back to top button
error: Content is protected !!