
স্টাফ রিপোর্টার : রাজ্যে আগামী মাসেই শুরু হবে ১২ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগপ্রক্রিয়া। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার কাছে যা খবর, তাতে খুব তাড়াতাড়ি এপ্রিল – মের মধ্যে ১২ হাজার নিয়োগ আমরা প্রাথমিকে দিতে পারব। আর শূন্যপদ আমরা চিহ্নিত করেছি। সেটা আমরা বোর্ডকে পাঠিয়েছি।
আমার মনে হয় যথেষ্ট পরিমানে চাকরি প্রাথমিকে হবে। এর পর এসএসসি-র মাধ্যমে প্রধান শিক্ষক থেকে সমস্ত স্তরে নিয়োগ হবে। মে মাসের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। তার পর ধাপে ধাপে একাদশ – দ্বাদশ, নবম – দশম ও ষষ্ঠ – অষ্টম শ্রেণির নিয়োগ হবে। ইতিমধ্যে পুরনো প্যানেলের প্রার্থীদের নিয়োগ শুরু হয়েছে।’