
সংবাদ সংস্থা : ৯৫তম অ্যাকাডেমি আওয়ার্ডসে সেরা তথ্যচিত্র ছোট গল্প বিভাগে পুরস্কৃত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’।অস্কার জয়ের পরেই রাতারাতি বদলে গেল তামিলনাড়ুর এক গ্রামের মেজাজ। অস্কারজয়ী তারকা হাতিদের দেখতে এখন উপচে পড়ছে পর্যটকদের ভিড়। তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে এক অনাথ হস্তিশাবক রঘুর কাহিনি। তামিলনাড়ুর দম্পতি বোম্মন আর বেল্লি রঘুকে উদ্ধার করে সন্তানের মতো দেখভাল করে।
মানুষ ও পশুর মধ্যে স্নেহমাখানো এমন রসায়ন নজর কেড়েছে বিশ্ববাসীর। অস্কার জয়ের পরেই তামিলনাড়ুর থেপ্পাকাড়ু গ্রামের মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টের এলিফ্যান্ট ক্যাম্পে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। হাতিদের জীবনধারা চাক্ষুষ দেখতে ছুটে আসছেন দেশ-বিদেশের পর্যটকরা। ‘তারকা’ রঘু সারাদিনে কী কী করে, সিনেমার সঙ্গে বাস্তবের মিল কতটা, তা দেখে বেজায় খুশি পর্যটকরা।
অস্কার জয়ের পরেই তামিলনাড়ু সরকারের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৯১জন হস্তিশাবকদের কেয়ারটেকারদের জন্য ২টি ক্যাম্প তৈরির ঘোষণা করা হয়েছে। তাছাড়াও পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আরও একটি এলিফ্যান্ট ক্যাম্প তৈরির জন্য।