Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যএবার ডিজিটাল ‘ধর্মঘটের’ ডাক ডিএ আন্দোলনকারীদের

এবার ডিজিটাল ‘ধর্মঘটের’ ডাক ডিএ আন্দোলনকারীদের

স্টাফ রিপোর্টার : বকেয়া ডিএ-র দাবিতে সরকারের উপর চাপ বাড়িয়ে চলেছেন আন্দোলনকারীরা। ১০ তারিখে ডাকা হয়েছিল ধর্মঘট। তার রেশ কাটতে না কাটতেই এবার ডিজিটাল স্ট্রাইকের ঘোষণা আন্দোলনকারীদের। সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, “ ১৮ মার্চ থেকে আন্দোলনকারীরা সব ডিজিটাল পদ্ধতিতে কাজ করা থেকে বিরত থাকবেন। সরকার যেহেতু সহানুভূতিশীল নয়, আমরা সরকারের সঙ্গে কোনও সহযোগিতা করব না।

এবার ডিজিটাল ‘ধর্মঘটের’ ডাক ডিএ আন্দোলনকারীদের

হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির আর কোনও নির্দেশ মানা হবে না। সমস্ত অফিসিয়াল গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া হবে। স্কুলের নির্দিষ্ট সময়ের পরে আর কেউ কাজ করবেন না। বন্ধ থাকবে বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত কাজ।” রাজ্য সরকারকে আন্দোলনকারীদের তরফে আর কোনওরকম সাহায্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। স্কুলের কম্পিউটার থেকেই শুধু কাজ করার বার্তা।আন্দোলনকারীদের

Most Popular