
সংবাদ সংস্থা : উত্তরপ্রদেশের এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরিয়ে দিতে হবে মসজিদ। মঙ্গলবারই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।২০১৭ সালের নভেম্বরে এলাহাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ৩ মাসের মধ্যে ভেঙে দিতে হবে ওই মসজিদ। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওয়াকফ মসজিদ হাই কোর্ট ও উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড।
এদিন সেই মামলার শুনানিতে বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ জানিয়ে দেয় ওই জমিটি লিজ নেওয়া রয়েছে। সুতরাং সেটাকে অধিকারের বিষয় বলে দাবি করা যায় না।আগামী ৩ মাসের মধ্যে ওই মসজিদটি ভেঙে দিতে হবে জানিয়ে দেন বিচারপতিরা। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, যদি ওই সময়কালের মধ্যে মসজিদ না ভাঙা হয় তাহলে হাই কোর্ট সহ কর্তৃপক্ষের হাতে চলে যাবে বিষয়টি।
তারাই মসজিদটি সরিয়ে বা ভেঙে দিতে পারবে। শীর্ষ আদালত তার রায় দেওয়ার সময় উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে, ওখান থেকে মসজিদ অন্যত্র সরানোর উপযুক্ত জমি পাওয়া যাবে কিনা তা খতিয়ে দেখার।