
নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন নিয়েও বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, ‘আরে শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ওরা তো সব ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবে।
ভাইপো তো ফেসটাইম করছে ২ বছর। তার আগে তো চ্যাটিং হত। আরে আমি ওদের সঙ্গে ছিলাম তো। এদের এই পরিণতি দেখতে পাবেন। এরা কোথায় যায়। ইডি সব বের করে নেবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে।’