
বান্টি মুখার্জি, বাসন্তী: প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী গ্রামীণ হাসপাতালে প্রতিদিনই হাজার হাজার রোগী আসেন চিকিৎসার জন্য। হাসপাতালের পরিকাঠামো উন্নত হলেও বিশেষ সক্ষম রোগীদের কোলে করে হাসপাতালের এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যেতে হয়। হুইল চেয়ার না থাকায় সমস্যায় পড়তে হয়। রোগী এবং তাঁদের পরিজনরা এ নিয়ে ক্ষোভ উগরে দেন।
বেশ কয়েকবার হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন জেলা পরিষদ সদস্যা তথা বিশিষ্ট শিক্ষিকা শঙ্করী মণ্ডল। এই সমস্যা তাঁর নজরে আনেন রোগীর পরিবার পরিজনেরা। বিশেষ সক্ষম রোগীদের হাসপাতালের এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতে সহজে নিয়ে যাওয়া যায়, তার জন্য মঙ্গলবার বাসন্তী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চারটি হুইল চেয়ার তুলে দেন জেলাপরিষদ সদস্যা শঙ্করী মণ্ডল।
তিনি জানিয়েছেন, বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে প্রতিদিন বিশেষ সক্ষম সহ বহু রোগী আসেন চিকিৎসার জন্য। বিশেষ সক্ষম রোগীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য চারটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।