
বিশ্ব সমাচার, বারুইপুর: মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বিভিন্ন স্কুলে এবার উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। পরীক্ষা হয়েছে নির্বিঘ্নে। রাসমণি বালিকা বিদ্যালয়, সীতাকুণ্ড উচ্চ মাধ্যমিক স্কুল, নীলমণি কর উচ্চ মাধ্যমিক স্কুল, বারুইপুর গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ একাধিক স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। রাসমণি বালিকা বিদ্যালয় স্কুলে এ বছরে তিনটি স্কুলের সিট পড়েছে।
এগুলি হল, বারুইপুর গার্লস উচ্চ মাধ্যমিক স্কুল, বারুইপুর পুরা পুরন্দরপুর উচ্চ মাধ্যমিক স্কুল ও গোবিন্দপুর দেবী হাইস্কুল। এই স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮৬ জন।সীতাকুণ্ড স্কুলেও কয়েকটি স্কুলের সিট পড়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ২০০-র কিছু বেশি। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা অনলাইনে হয়েছিল। কিন্তু ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হচ্ছে। ফলে অনেক পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা টেনশনে আছেন বলে জানিয়েছেন।