Monday, December 4, 2023
Homeদেশবন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হিসেবে ইতিহাস লিখলেন ভারতকন্যা সুরেখা যাদব

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হিসেবে ইতিহাস লিখলেন ভারতকন্যা সুরেখা যাদব

সংবাদ সংস্থা : এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসেবে দ্রুততম বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে নজির গড়লেন মহারাষ্ট্রের মেয়ে সুরেখা যাদব।২০২১ সালে নারী দিবসে এক সাক্ষাৎকারে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন ভারতের মহিলা লোকো পাইলটদের অনুপ্রেরণা সুরেখা। তাঁর সেই ইচ্ছেপূরণ করল ভারতীয় রেল। মহারাষ্ট্রের সাতরার বাসিন্দা সুরেখা ১৯৮৯ সালে একজন সহকারী ট্রেনচালক হিসাবে কর্মজীবন শুরু করেন।

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হিসেবে ইতিহাস লিখলেন ভারতকন্যা সুরেখা যাদব

এর পর ১৯৯৬ সাল থেকে মালগাড়ি চালানোর দায়িত্ব পান। আরও পরে ২০১০ সালে মুম্বই-পুণেগামী ডেকান কুইন এক্সপ্রেস চালানোর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। তিনিই এবার দীর্ঘ এবং কঠিন প্রশিক্ষণ ডিঙিয়ে দেশের বন্দে ভারত এক্সপ্রেস চালানো শুরু করলেন।

বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা চালক হিসেবে ইতিহাস লিখলেন ভারতকন্যা সুরেখা যাদব

ছবি-সহ সুরেখার স্বপ্নপূরণের কথা টুইট করে জানিয়েছেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।নয়া দায়িত্ব পেয়ে ভারতীয় রেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুরেখা যাদব। তিনি বলেন, “আমাকে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সুযোগ দেওয়ায় ভারতীয় রেলের কাছে কৃতজ্ঞ।”

Most Popular