খবররাজ্য

‘পার্থদাকে আমি চিনতাম না’, দাবি ফিরহাদের, কটাক্ষ বিরোধীদের

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পরেই পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করেন দলের নেতারাও৷ এবার রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যেই দাবি করলেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন তা সবার কাছে লজ্জার৷ এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চিনতেন না৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের মতো নিচু তলার নেতাদের সঙ্গে পার্থর যোগের ইঙ্গিত পেয়েছে ইডি৷

আদালতে সেকথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘কী হয়েছে আমি জানি না৷ তবে যেটা হয়েছে কাম্য না৷ কোর্টে প্রমাণ হয়নি, তবু সত্যিই সত্যিই টাকা নিয়ে চাকরি দেওয়াটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার৷ এই পার্থদাকে আমি চিনতাম না৷ এই পার্থদা আমার কাছে নতুন৷ পার্থদার সঙ্গে বহু বছর একসঙ্গে রাজনীতি করেছি৷ স্বপ্নেও ভাবতে পারিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবেন৷

কারও অধিকার হরণ করে অন্য কাউকে চাকরি দেওয়া হয়ে থাকলে সেটা পাপ, অন্যায়৷’ফিরহাদ হাকিম বলেন, ‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্বাস করে ঠকেছেন তিনি৷ চাঁদে দাগ থাকতে পারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দাগ থাকতে পারে না৷ তিনি কোনও অন্যায় করতে পারেন না৷ কাউকে বিশ্বাস করাটা তো অপরাধ নয়৷ এত বড় সংগঠনে বিশ্বাস রাখতেই হবে৷’

যদিও ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘ফিরহাদ হাকিমকে বলব একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন৷ কী ছিলেন আর কী হয়েছেন৷ কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, কিন্তু বিশ্বাস করে ভাগ নেওয়াটা অপরাধ৷’

Related Articles

Back to top button
error: Content is protected !!