রফিকুল ঢালী, কুলতলি: চাষের জমিতে দেওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অলক বৈদ্য (৩২)। কুলতলির কাটখালি এলাকার বাসিন্দা। গভীর রাতে বিভিন্ন এলাকার আটজন ব্যক্তি তাস খেলছিলেন। সেখানেই ছিল অলোক। পরে চাষের জমির পাশ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অলক বৈদ্যের।
অলকের স্ত্রী মধুমিতা বৈদ্য জানান, বিকাল ৩টার সময় স্বামী বাড়ি থেকে বন্ধুর দোকানে কাজে যান। রাতে বাড়ি ফেরেননি। ভোরের দিকে বাড়িতে খবর আসে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁর স্বামীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, গভীর রাতে খবর আসে, শুকদেবের মোড় এলাকায় ধান জমির পাশে একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জানা যায়, মৃতের নাম অলক বৈদ্য। কাটাখালি এলাকার বাসিন্দা।
কী কারণে তিনি গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।