
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার তৃণমূল নেতার হিসাবরকক্ষককে ডেকে পাঠানো হয় কলকাতার ইডি দফতরে। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে ইডি।অন্যদিকে, কাল সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।