খবরজেলা

ক্যানিং স্টেশন চত্বরে মহিলার থেকে ১৯ হাজার টাকা নিয়ে উধাও যুবক

বান্টি মুখার্জি, ক্যানিং: মঙ্গলবার সকালে ক্যানিং স্টেশন চত্বর থেকে এক মহিলার ১৯ হাজার টাকা নিয়ে যুবক উধাও হয় বলে অভিযোগ। ক্যানিং জিআরপিতে মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন মহিলা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে জিআরপি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী ব্লকের মসজিদবাটী পঞ্চায়েতের বড়কাছারি সংলগ্ন গ্রামের বাসিন্দা সবিতা শিকারি কলকাতার যাদবপুর এলাকায় একটি বাড়িতে থেকে পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে ফেরার উদ্দেশে রওনা দেন।

যাবদপুর স্টেশন থেকে ক্যানিং লোকালে চেপে বসেন। ট্রেনের মধ্যে এক যুবকের সঙ্গে আলাপ হয়। ট্রেনের মধ্যে সে সবিতা শিকারির কাছে কিছু টাকা চায়। মহিলা জানান, তাঁর কাছে খুচরো টাকা নেই। সব ৫০০ টাকার নোট।ইতিমধ্যে চলন্ত ট্রেনের মধ্যে ওই মহিলার সঙ্গে অপরিচিত যুবক বেশ ভাব জমিয়ে ফেলে। ক্যানিং স্টেশনে ট্রেন থামতেই ওই মহিলাকে ডেকে নেয় যুবক। ক্যানিং স্টেশন চত্বরের জিআরপি-আরপিএফ পুলিশ অফিসের সংযোগস্থলে ওই মহিলার ব্যাগ থেকে নগদ ১৯ হাজার টাকা নিয়ে চম্পট দেয় যুবক।

কান্নায় ভেঙে পড়েন মহিলা। তিনি বলেন, ট্রেনের মধ্যে আমার সঙ্গে ভাব জমায় ওই যুবক। বাসন্তীর মসজিদবাটীতে যাবে বলেও জানায়। এরপর আমার কাছে টাকা চায়। এটিএম থেকে টাকা তুলে ফেরত দেবে বলে জানায়। ক্যানিং স্টেশনে দাঁড়িয়ে ব্যাগ থেকে ১৯ হাজার টাকা ওই যুবকের হাতে দিতেই টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। মহিলার বক্তব্য অনুযায়ী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে জিআরপি।

Related Articles

Back to top button
error: Content is protected !!