Thursday, March 28, 2024
Homeবিনোদনঅস্কার জিতল ‘আরআরআর’ সিনেমা

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমা

সংবাদ সংস্থা : অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয় ভারতের।বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল ‘আরআরআর’ সিনেমার ‘নাতু নাতু’ গান। মঞ্চে উঠে সোনালি পুতুল হাতে নিলেন সুরকার এমএম কিরাবাণী ও গীতিকার চন্দ্র বোস। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমা

বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি ৯৫তম অস্কারের জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে এমএম কিরাবাণী সুরারোপিত ‘নাতু নাতু’।

অস্কার জিতল ‘আরআরআর’ সিনেমা

লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবার মধুরেণ সমাপয়েত হল ৯৫তম অস্কারের মঞ্চে। আন্তর্জাতিক এই পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন সুরকার কিরাবাণী। গান গেয়েই তিনি ধন্যবাদ জানান পরিচালক এস এস রাজামৌলি ও ‘আরআরআর’ সিনেমার গোটা টিমকে। এ জয় ভারতের, তাতেই উচ্ছ্বসিত গোটা টিম।

Most Popular