
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: বন্ধু তিলক রায়ের শেষকৃত্য সম্পূর্ণ করে ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল করিম। রবিবার রাতে ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা তিলক রায় শেষনিঃশ্বাস ত্যাগ করার পর বন্ধুদের সঙ্গে নিয়ে রেজাউল করিম যান ডায়মন্ড হারবার কালীনগর মহাশ্মশানে।
তিলক রায়ের সঙ্গে দীর্ঘদিন দিনের বন্ধুত্ব ছিল রেজাউল করিমের। তিলকের বাবা বিদ্যুৎ দপ্তরের কর্মী ছিলেন এবং মা স্থানীয় এক স্কুলে শিক্ষকতা করতেন। তিলক ছিল অবিবাহিত। বাবা-মা মারা যাওয়ার পর সংসারে তিলক একা হয়ে পড়েন। কয়েকদিন আগে তিলক অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁর পাশে দাঁড়ায় বন্ধু রেজাউল করিম। তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করেন রেজাউল।
রবিবার রাতে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে মারা যান তিলক রায়। তাঁর পরিবারের কেউ না থাকায় বন্ধুর শেষযাত্রায় শামিল হন রেজাউল।তাঁকে নিয়ে যান ডায়মন্ড হারবার কালীনগর মহাশ্মশানে। সেখানে হিন্দু শাস্ত্র মতে তিলকের শেষকৃত্য সম্পূর্ণ করেন রেজাউল করিম। তিনি বলেন, তিলক আমার দীর্ঘদিনের বন্ধু। পরিবারের কেউ নেই, তাই বন্ধু হিসাবে বন্ধুর পাশে দাঁড়াতে এসেছি।
কিন্তু শেষ পর্যন্ত বন্ধু তিলককে বাঁচাতে পারলাম না। তাঁর আত্মার শান্তি কামনা করি। পাড়ার লোকজনের সঙ্গে আলোচনা করে শেষকৃত্য সম্পূর্ণ করেছি।
রেজাউল করিমের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে থাকল ডায়মন্ড হারবার।