
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ১৭ বছরের নাবালিকার সঙ্গে মোবাইলে অজানা নম্বরে মিস কলপ্রেমের প্রস্তাব দিয়ে ডেকে জোর করে বিয়ে করার অভিযোগ। জোরপূর্বক সহবাস এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাসন্তী থানার আমড়ামেথি এলাকার বুদ্ধদেব হালদার। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বুদ্ধদেব হালদারকে গ্রেপ্তার করেছে।
নাবালিকার অভিযোগ, মোবাইলে দেখা করার নাম করে অভিযুক্ত তার ভাইয়ের বারুইপুরের কালিকাপুর অঞ্চলের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তাকে জোর করে বিয়ে করে। তাকে আটকে রাখা হয় এবং ইচ্ছার বিরুদ্ধেই শারীরিক সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই নাবালিকা তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানায়।
ওই ঘটনায় তাঁরা মানবাধিকার সংগঠনের সদস্যদের সাহায্য নিয়ে অভিযোগ দায়ের করেন বারুইপুর থানায়। এই ঘটনায় অভিযুক্ত বুদ্ধদেব হালদারকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, চার মাস আগে ওই নাবালিকা নিখোঁজ হয়। পরে ওই নাবালিকাকে খুনের চেষ্টা ও জোর করে সহবাসের অভিযোগ দায়ের হয় বারুইপুর থানায়। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত ব্যক্তির নামে বারুইপুর থানার পুলিশ একাধিক ধারায় মামলার রুজু করে। ধৃত ব্যক্তিকে সোমবার বারুইপুর আদালতে পেশ করা হয়। বারুইপুর মহকুমা আদলাতের বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যেসব ব্যক্তি যুক্ত আছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।