Wednesday, April 24, 2024
spot_img
HomeUncategorizedসাড়ে তিন বছর পর কাটল খরা, অবশেষে টেস্টে শতরান কোহলির

সাড়ে তিন বছর পর কাটল খরা, অবশেষে টেস্টে শতরান কোহলির

সংবাদ সংস্থা : অবশেষে খরা কাটল।টি-টোয়েন্টি, একদিনের ক্রিকেটের পর এবার টেস্টেও শতরান বিরাট কোহলির। ২৪১ বলে একশো করেন ভারতের প্রাক্তন নেতা। ইনিংসে রয়েছে ৫টি চার। টেস্টে ২৮তম শতরান বিরাটের, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭৫তম। ঘরের মাঠে ৫০তম টেস্টে শতরানের মাইলস্টোন ছুঁলেন বিরাট। বিরাটের ব্যাট থেকে শেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন-রাতের টেস্টে।

সাড়ে তিন বছর পর কাটল খরা, অবশেষে টেস্টে শতরান কোহলির

তারপর দীর্ঘ অপেক্ষা। এই সাড়ে তিন বছরে বিরাটের সঙ্গী ছিল শুধুই ব্যর্থতা। যার জেরে ভারতীয় ক্রিকেটের অবিসংবাদী সম্রাটকে সমালোচনা নেহাত কম শুনতে হয়নি। কোনও কোনও মহল তাঁকে দলে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু বিরাটের প্রতিভার উপর আস্থা ছিল টিম ইন্ডিয়ার। বিশ্বাস ছিল, তিনি ফিরবেনই, তাঁর সেঞ্চুরি পাওয়াটা সময়ের অপেক্ষা।

সাড়ে তিন বছর পর কাটল খরা, অবশেষে টেস্টে শতরান কোহলির

গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি শতরানের খরা কাটিয়ে ফেলেছিলেন বিরাট। এবার ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটেও পেলেন তিন অঙ্কের রান।অবশেষে তিনি ফিরলেন। আহমেদাবাদে অজিদের বিরুদ্ধে ঝকঝকে ইনিংসে নিজের টেস্ট কেরিয়ারের ২৮ তম এবং আন্তর্জাতিক কেরিয়ারের ৭৫তম শতরানের ইনিংসটি খেলে ফেললেন কোহলি।

Most Popular