Friday, April 19, 2024
spot_img
Homeজেলাবারুইপুরে তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্মেলনে ১০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

বারুইপুরে তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্মেলনে ১০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

প্রদীপকুমার সিংহ,বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার বারুইপুর থানা অন্তর্গত সীতাকুণ্ড হাইস্কুলে। সম্মেলনে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, জয়নগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মণ্ডল, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ও হাজারখানেক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মীরা।

বারুইপুরে তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্মেলনে ১০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

প্রায় সব বক্তা এই সম্মেলনে বলেন, সামনে পঞ্চায়েত ভোট কঠিন ভোট হবে। সব কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে। পঞ্চায়েতে আসন নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। দল যাঁকে মনোনীত করবে, তাঁকে সব কর্মীকে মেনে নিতে হবে। যদিও প্রতিমা মণ্ডল বলেন, সাগর থেকে পাহাড় তৃণমূল কংগ্রেসের পতাকা পত পত করে উড়বে।

বারুইপুরে তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্মেলনে ১০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

তবে দুর্নীতিতে যুক্তদের দল রেয়াত করবে না। আইন আইনের পথেই চলবে। শুভাশিস চক্রবর্তী বলেন, দুর্নীতিকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, তার জন্য বেশ কিছু জায়গায় দল ব্যবস্থা নিচ্ছে।এই দিন সম্মেলনে বিজেপির পূর্ব জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে নেতা শুভাশিস চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

বারুইপুরে তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্মেলনে ১০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ

শুভাশিসবাবু বলেন, এ মাসের মধ্যে হয়তো পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এই সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কল্যাণমূলক ও উন্নয়নকেন্দ্রিক একটি কর্মসূচি প্রকাশ করা হয়।

Most Popular