Tuesday, April 16, 2024
spot_img
Homeদেশপ্রত্যেক ভোটের পর অগ্নিপরীক্ষা দিতে হয় নির্বাচন কমিশনকে : মুখ্য নির্বাচন কমিশনার

প্রত্যেক ভোটের পর অগ্নিপরীক্ষা দিতে হয় নির্বাচন কমিশনকে : মুখ্য নির্বাচন কমিশনার

সংবাদ সংস্থা : নির্বাচন পূর্ববর্তী কর্নাটকে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার রাজ্যে আসেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এই সফরকালে তাঁর উদ্দেশে প্রশ্ন করা হয়, কর্নাটকের মানুষ এই কতটা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারেন। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর সত্তর বছর ধরে প্রতিটি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিয়ে চলেছে কমিশন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থিতাবস্থা বজায় রাখতে নির্বাচন কমিশনের অপরিহার্যতার কথাও তুলে ধরেন তিনি।

প্রত্যেক ভোটের পর অগ্নিপরীক্ষা দিতে হয় নির্বাচন কমিশনকে : মুখ্য নির্বাচন কমিশনার

মুখ্য নির্বাচনী আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “গত সত্তর বছর ধরে ভারত যে যাবতীয় বিষয় আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় এবং এ কাজে সফল হয়, তার বড় কারণ মানুষ নির্বাচনের ফলাফলের উপর আস্থা রাখে। মানুষের ভরসা ধরে রাখতেই নির্বাচন কমিশনকে বার বার অগ্নিপরীক্ষা দিতে হয় বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই প্রায় ৪০০টি বিধানসভা নির্বাচন, ১৭টি লোকসভা নির্বাচন, ১৬টি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে নির্বাচন কমিশনের।

প্রত্যেক ভোটের পর অগ্নিপরীক্ষা দিতে হয় নির্বাচন কমিশনকে : মুখ্য নির্বাচন কমিশনার

তবে তারপরেও নির্বাচনী প্রক্রিয়ায় তাঁরা যে কোনও ফাঁক রাখতে চান না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার।উন্নত বিশ্বের বেশ কিছু দেশে নামমাত্র গণতন্ত্র থাকলেও, সেখানে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন বলে দাবি করেন মুখ্য নির্বাচনী কমিশনার। ভারতে তেমন পরিস্থিতি তৈরি না হওয়ার সব কৃতিত্ব তিনি অবশ্য দিয়েছেন ভোটারদেরই।

Most Popular