Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্য‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, হুঙ্কার নওশাদের, পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলের

‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, হুঙ্কার নওশাদের, পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলের

স্টাফ রিপোর্টার : শান্তিপূর্ণ ভোট হলে ভাঙড়ে খুঁজে পাওয়া যাবে না শাসকদলকে। নিজের কেন্দ্রে পা দিয়েই হুঙ্কার দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকি। জেল থেকে ছাড়া পাওয়ার পর রবিবারই প্রথম নিজের নির্বাচনী এলাকায় যান তিনি।রবিবার ভাঙড়ে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলীয় কর্মী-সমর্থকেরা। নওশাদ জানান, ”পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হয়ে যাবে ভাঙড়।

‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, হুঙ্কার নওশাদের, পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলের

যে দুর্নীতি, অনাচারের শিকার হয়েছে ভাঙড়ের মানুষ, এবার তাঁরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর জবাব দেবে।” নওশাদের আরও দাবি, ”আমাকে বদনাম করার জন্য চক্রান্ত করে জেলে রাখা হয়েছিল। কর্মী-সহ ভাঙড়ের মানুষের এই উচ্ছ্বাস আমাকে শক্তি জোগাচ্ছে। বিগত দেড় মাস ধরে মানুষকে যে পরিষেবা দিতে পারিনি, আজ অফিসে গিয়ে সেই পরিষেবা দেওয়ার কাজ শুরু করব।

‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, হুঙ্কার নওশাদের, পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলের

মানুষের অভাব অভিযোগের কথা শুনে সাধ্যমতো সমাধানের চেষ্টা করব।” নওশাদের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, ‘‘২০২১ সালে ধর্মীর ভাবাবেগ তৈরি করে, উন্নয়নের ফুলঝুরি ছোটাব, এই ধরনের ভাঁওতাবাজি দিয়ে ভাঙড়ের মানুষকে বোকা বানিয়েছিল।

‘পঞ্চায়েত ভোটে শাসকশূন্য হবে ভাঙড়’, হুঙ্কার নওশাদের, পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলের

কিন্তু ভাঙড়ের মানুষ বিধানসভা নির্বাচনের পর এ পর্যন্ত কোনও উন্নয়ন পাননি।ভাঙড়ের মানুষ বুঝেছেন, নওশাদকে ভোট দেওয়া কত বড় ঐতিহাসিক ভুল। তাই আমাদের বিশ্বাস, আমরা উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছব। আগামী দিনে ভাঙড়ে তৃণমূল অনেক ভাল ফল করবে। সেটা নওশাদরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে।’’

Most Popular