Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্যনিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে...

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে স্ত্রীও

স্টাফ রিপোর্টার : নিয়োগ দুর্নীতিতে তল পেতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। উঠে আসছে একের পর এক নাম।এবার সেই তালিকায় নতুন তৃণমূলের আরও যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তদন্তে নেমে তাঁর সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, কেবল চাকরি বিক্রি নয়, সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের বদলির জন্য মোটা টাকা নিতেন শান্তনু। সূত্রের খবর, তল্লাশি চলাকালীন শুধুমাত্র, এসএসসি, টেট-এর প্রার্থীদের অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্রই নয়, মিলেছিল সরকারি কর্মীদের বদলির সুপারিশ পত্রও।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে স্ত্রীও

এর থেকে ইডি আধিকারিকরা ধারণা করছেন, শুধুমাত্র চাকরির বিনিময়ে টাকাই নয়, সরকারি কর্মচারীদের তাঁদের পছন্দের জায়গায় বদলির বিনিময়েও টাকা নিতেন শান্তনু।শুধু তাই নয়, ইডি-র কাছে শান্তনু নাকি স্বীকার করেছেন, দলীয় কর্মী অর্থাৎ, তৃণমূল সদস্যেরাও চাকরি চেয়ে হাজির হতেন তাঁর কাছে। তাঁদের হয়ে সুপারিশ মানিক ভট্টাচার্যের মতো উপরমহলের লোকদের কাছে পৌঁছে দিতেন এই শান্তনুই।তবে শুধুই মানিক ভট্টাচার্য, নাকি নিয়োগ দুর্নীতিতে আরও বড় কোনও রাঘব বোয়াল রয়েছে, তা জানতে তদন্ত জারি থাকবে বলে ইডি-র তরফে জাননো হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে স্ত্রীও

ইডি সূত্রে খবর, কুন্তল এবং শান্তনুর বাড়ি থেকে যে সমস্ত নথি মিলেছিল, সেই সমস্ত নথি মিলিয়ে দেখা গিয়েছে বেশ কিছু চাকরিপ্রার্থীর নাম ‘কমন’। অর্থাৎ, শান্তনুর কাছে থাকা নথিতে তাঁদের নাম আছে, আবার কুন্তলের কাছে থাকা নথিতেও ওই নামগুলি রয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। এদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ পেল মিলল।ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের। জানা গিয়েছে, নিজের স্ত্রীর নামে বাড়িটি কেনেন শান্তনু। এখন তালাবন্ধ রয়েছে বাড়িটি।কোথাও বিশাল তিনতলা বাড়ি, কোথাও আবার বিপুল আয়তনের ফ্ল্যাট।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে স্ত্রীও

কোথাও ধাবা-হোটেল, আরেক জায়গায় রিসর্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির তৃণমূল নেতার সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। সূত্রের খবর, হুগলি জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শান্তনুর সম্পত্তি। সরকারি চাকরিতে বার্ষিক মাত্র ৬ লক্ষ টাকা বেতন হওয়া সত্ত্বেও শান্তনুর সম্পত্তির মোট মূল্য কোটি কোটি টাকারও উপরে। এছাড়া, এই সমস্ত কালো টাকাকে সাদা করার জন্য একাধিক কোম্পানিও খুলেছিলেন তিনি। তার মধ্যে বেশ কয়েকটির ডিরেক্টর পদে রেখেছিলেন স্ত্রী প্রিয়াঙ্কাকে। জানা গিয়েছে, এমনই একটি সংস্থা ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরে শুরু হয়েছিল।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ! মানলেন শান্তনু, কর্মীদের বদলির জন্যও নিত টাকা, নজরে স্ত্রীও

শুরু থেকেই সেই সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল প্রিয়াঙ্কাকে। তাই এবার ইডির ব়্যাডারে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ও। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার সম্পত্তির হদিশ পেতে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। একাধিকবার আগেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে ইডি। কিন্তু তিনি একাদিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জেরা করে একাধিক তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।

Most Popular