Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যধর্মঘটে বন্ধ ছিল স্কুল, তাই রবিবার ক্লাস করালেন শিক্ষকরা, খাওয়ালেন নিজেদের টাকায়

ধর্মঘটে বন্ধ ছিল স্কুল, তাই রবিবার ক্লাস করালেন শিক্ষকরা, খাওয়ালেন নিজেদের টাকায়

স্টাফ রিপোর্টার : রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএর দাবিতে ধর্মঘটের জেরে শুক্রবার বন্ধ ছিল স্কুল। ফলে ছাত্রছাত্রীদের পঠনপাঠনও থমকে গিয়েছিল সেই দিন।আর তাই ছাত্রছাত্রীদের ক্ষতির কথা ভেবে পড়ুয়াদের অনুমতি নিয়েই রবিবার স্কুলে গিয়ে পড়ালেন শিক্ষকরা।আর এদিনের মিড ডে মিলের খরচও শিক্ষকরাই জোগালেন। সকলে মিলে চাঁদা তুলে রবিবার ছাত্রছাত্রীদের খাওয়ালেন।

ধর্মঘটে বন্ধ ছিল স্কুল, তাই রবিবার ক্লাস করালেন শিক্ষকরা, খাওয়ালেন নিজেদের টাকায়

এমনই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাইস্কুলে।এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার জানিয়েছেন, ”ধর্মঘটের দিন সমস্ত শিক্ষক বলেছিলেন তাঁরা স্কুলে আসবেন না। স্কুলের সকলে মিলে সিদ্ধান্ত হয়, রবিবার স্কুল চালু রাখা যেতে পারে। আমরা পড়ুয়াদের জিজ্ঞাসা করি যে রবিবার তারা স্কুলে আসতে রাজি কি না। তাদের অনুমতি মেলে। এরপর শিক্ষকদের বলি, একদিন স্কুল বন্ধ ছিল।

ধর্মঘটে বন্ধ ছিল স্কুল, তাই রবিবার ক্লাস করালেন শিক্ষকরা, খাওয়ালেন নিজেদের টাকায়

রবিবার দিন ক্লাস করা গেলে পড়ুয়াদের ঘাটতি পূরণ হবে। সকলেই রাজি হয়ে যায়। তাই রবিবার স্কুল করছি। নিজেরা চাঁদা তুলে পড়ুয়াদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছি।”এ বিষয়ে ছাত্রছাত্রীরা জানাচ্ছে, ধর্মঘটের ফলে ক্লাস হয়নি। পঠনপাঠনে ঘাটতি হয়েছে। তাই রবিবার স্কুলে এসেছে তারা।

Most Popular