স্টাফ রিপোর্টার : এবার ফিল্মি কায়দায় বিরোধীদের হুমকি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মাসদেড়েক আগে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’।সেই ‘পাঠান’ ছবির সংলাপ উদ্ধৃত করে বিরোধী বিজেপি, সিপিএমকে হুমকি দিলেন মদন মিত্র। তিনি বলেন, ‘পাঠান অভি মরা নেহি,পাঠান জিন্দা হ্যায়। টাইগার ইজ ব্যাক, টাইগার আভি জিন্দা হ্যায়।
আমাদের গরম করবেন না। গরম করলে এমন গরম হয়ে যাব এলাকায় থাকতে পারবেন না।’ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে ইডির হেফাজতে। সেখানে প্রতিনিয়ত তাঁকে চোখা চোখা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। শাহরুখ খানের পাঠানের ডায়লগ টেনে কথা বললেও তাঁর বলার ধরণে অনুব্রত মণ্ডলের ছায়া দেখা গিয়েছে।
অনুব্রত মণ্ডল যেমন বলতেন, চড়াম-চড়াম ঢাক বাজবে। আবার বলতেন গুড়-বাতাসা খাওয়ানো হবে। সেরকমই একটার পর এরটা বিস্ফোরক উস্কানি মূলক মন্তব্য করতে শোনা যাচ্ছে মদন মিত্রকে।