Friday, April 19, 2024
spot_img
Homeদেশজমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার অভিযোগ, লালু-পত্নী রাবড়ীর বাড়িতে সিবিআই...

জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার অভিযোগ, লালু-পত্নী রাবড়ীর বাড়িতে সিবিআই হানা

সংবাদ সংস্থা : জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার অভিযোগ।আইআরসিটিসি-র দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে রাবড়ি দেবী। সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।এদিন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর পাটনার বাসভবনে যান ১২ সদস্যের সিবিআইয়ের টিম। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লালু-পুত্র তেজস্বী যাদব ওই সময় বাড়িতেই মা-র সঙ্গে ছিলেন।

জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার অভিযোগ, লালু-পত্নী রাবড়ীর বাড়িতে সিবিআই হানা

এছাড়াও ছিলেন বিহারের বন ও পরিবেশমন্ত্রী তথা তেজস্বীর ভাই তেজপ্রতাপও।সোমবার সিবিআই টিম লালু-রাবড়ির বাসভবনে পৌঁছতেই সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত কংগ্রেস পরিচালিত প্রথম ইউপিএ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। অভিযোগ, এই সময়কালের মধ্যে বিহারের বহু যুবককে জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে নিয়োগ করা হয়। ঘটনায় নাম জড়ায় লালু-পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর।এছাড়াও এই মামলায় লালু-রাবড়ির দুই মেয়ে মিসা এবং হেমার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

জমির বিনিময়ে রেলের গ্রুপ ডি-তে চাকরি দেওয়ার অভিযোগ, লালু-পত্নী রাবড়ীর বাড়িতে সিবিআই হানা

সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল বিজেপি। রবিবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের মোট ৯ বিরোধী নেতা। সেই তালিকায় ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। এই চিঠি দেওয়ার পরের দিনই রাবড়ি দেবীর বাড়িতে হানা দিলসিবিআই। যা নিয়ে বিহারে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Most Popular