প্রদীপ কুমার সিংহ, সোনারপুর : সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে কালিকাপুরের তেমাথা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৄতিকে গ্রেফতার করল৷ ধৄতের নাম রাজেশ মন্ডল ৷ তার বিরুদ্ধে ২৫/২৭ আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ৷ তার কাছ থেকে একটি ওয়ান সাটার ও এক রাউন্ড লাইভ কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
তবে ওই ব্যক্তি এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ কি কারণে গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্ত ঘোরাঘুরি করছিল, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নামে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে ধৃতকে রবিবার বারুইপুর আদালতে তোলা হয় ৷