Friday, March 29, 2024
Homeদেশহাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী, রাষ্ট্রসঙ্ঘে জবাব ভারতের

হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী, রাষ্ট্রসঙ্ঘে জবাব ভারতের

সংবাদ সংস্থা : পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে সুর চড়ালেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি সীমা পূজানী। ধর্মীয় সংখ্যালঘু ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানকে দেওয়া জবাবে সীমা বলেছেন, “আজ পাকিস্তানে কোনও ধর্মীয় সংখ্যালঘু স্বাধীনভাবে বসবাস করতে বা তাঁদের ধর্ম পালন করতে পারে না। কেবল নিজেদের বিশ্বাস মেনে চলার জন্য আহমদিয়া সম্প্রদায়কে সেখানে নির্যাতিত হতে হচ্ছ, বিশ্বজুড়ে হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী।”

হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী, রাষ্ট্রসঙ্ঘে জবাব ভারতের

এদিকে পাকিস্তানের প্রতিনিধি হিনা রব্বানি খর বৃহস্পতিবার বলেছিলেন, “কাশ্মীরি জনগণের অধিকার আদায়ের বৈধ প্রচেষ্টাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে তাদের অমানবিক হিসেবে প্রতিপন্য করার জন্য হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠীকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মীরিদের জীবিকা থেকে বঞ্চিত করতে আবাসিক বাড়িঘর ভেঙে দিয়ে এবং জমির ইজারা বাতিল করে কাশ্মীরিদের সম্মিলিত শাস্তি বাড়িয়েছে।”

হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী, রাষ্ট্রসঙ্ঘে জবাব ভারতের

হিনার এই মন্তব্যের জবাবে পূজানী বলেন, “গত এক দশকে পাকিস্তানের নিজস্ব কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ৮ হাজার ৪৬৩ টি অভিযোগ পেয়েছে। বালোচ জনগণ এই নিষ্ঠুর নীতির শিকার হয়েছেন। ছাত্র, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক এবং কমিউনিটি নেতারা নিয়মিত নিখোঁজ হন।” ভারত আরও বলেছে, “একইরকম আচরণ সেখানে করা হয় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও।

হাজার হাজার নাগরিকের মৃত্যুর জন্য পাকিস্তানের নীতি সরাসরি দায়ী, রাষ্ট্রসঙ্ঘে জবাব ভারতের

ধর্ম অবমাননাকর বিরোধী আইনের মাধ্যমে তাদের প্রায়সই আক্রমণ করা হয়। দেশের প্রতিষ্ঠানগুলি সরকারিভাবে সাফাই কাজ খ্রিস্টানদের জন্যই সংরক্ষিত রাখে।” এই প্রসঙ্গে সীমা আরও বলেন, “সেখানে এই সম্প্রদায়ের নাবালিকাদের ইসলাম ধর্মান্তরিত করা হয়। হিন্দু ও শিখ নাবালিকাদের ক্ষেত্রেও একই ধরন দেখা গিয়েছে। তাঁদের উপাসনাস্থলেও প্রায়সই হামলা করা হয়।”

Most Popular