Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্য৩৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা: আবহাওয়া দপ্তর

৩৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা: আবহাওয়া দপ্তর

স্টাফ রিপোর্টার: ১২২ বছরের ইতিহাসে এই প্রথমবার উষ্ণতম ফেব্রুয়ারি মাস কাটল। এ বছর আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।দেশের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসে ভারতের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ বইবে। আর গোটা ফেব্রুয়ারি মাসে দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

৩৫ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা: আবহাওয়া দপ্তর

১৯০১ সালের পর দিনের নিরিখে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরও আশঙ্কার কথা শুনিয়েছে। জানানো হয়েছে, মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাপিয়ে যাবে কলকাতার তাপমাত্রা। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Most Popular