সংবাদ সংস্থা : উত্তর কোরিয়ায় কয়েকদিন আগেই ফরমান জারি হয়েছিল, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। এবার জানা গেল কিম রাজার নয়া নির্দেশের কথা। টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে সেই শিশুটিকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে!
আর তার মা-বাবাকে ৬ মাস থাকতে হবে বন্দি শিবিরে।পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একজন দক্ষিণ কোরিয়ানের মতো আচরণ করতে দেখলেই সটান ৬ মাসের জন্য জেলে পাঠানো হবে। সে শিশু হোক বা তাদের মা-বাবা। আর হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে।
এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হত কিমের রক্তচক্ষুতে। কিন্তু এতদিন কড়া হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হত। এবার একেবারে হাজতবাসের বন্দোবস্ত।