Friday, March 29, 2024
Homeরাজ্যতাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের

তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের

স্টাফ রিপোর্টার: জেলায় সমবায় নির্বাচন ঘিরে পারদ চড়ছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের তাজপুর ও সুতাহাটার বৈষ্ণবচকে বিপুল জয় ঘাসফুলের। জানা গিয়েছে, মহিষাদল-তাজপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির ১২টি আসনের মধ্যে ১২টিতেই ফুটল ঘাসফুল।অপরদিকে, সুতাহাটা ব্লকের অন্তর্গত বৈষ্ণবচক সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূল কংগ্রেস ১২টি আসন পেয়ে জয় লাভ করে। খাতা খুলতে পারেনি বাম-বিজেপি জোট।

তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের

মোট প্রার্থী ছিলেন ৩০ জন । বিজেপি-র ১২ জন প্রার্থী, সিপিএম-এর ৬ জন প্রার্থী, তৃণমূল ১২জন প্রার্থী দেয়। এই সমিতির মোট ভোটার সংখ্যা ৭৮২ জন।তবে মহিষাদল-তাজপুরে জয়ের আবহেই পূর্ব মেদিনীপুরের এগরায় সমবায় সমিতির নির্বাচনে শেষ হাসি হাসল রাম-বাম জোট। নন্দকুমারের পর এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয়লাভ করল প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা।

তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের

৯টি আসনেই রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোট পেয়েছেন বলেই জানা গিয়েছে। তৃণমূল সেখানে দাঁত ফোটাতে পারেনি। বিরোধী শিবিরের দাবি, প্রয়োজন হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও একই ভাবে জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা হবে। যদিও বিরোধীদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।

Most Popular