Friday, March 29, 2024
Homeরাজ্যওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ শ্রমিকের, পাশে নবান্ন

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ শ্রমিকের, পাশে নবান্ন

স্টাফ রিপোর্টার: ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এ রাজ্যের ৭ দিনমজুরের।নিহতেরা উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেহালপুর সর্দারপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। বাকিরা একই গ্রামের। মাটিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ শ্রমিকের, পাশে নবান্ন

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি পোল্ট্রি ফার্মে কাজ করতেন নিহতেরা। তাঁরা মুরগি নিয়ে গিয়েছিলেন ওড়িশায়। সেখানে ঘটে দুর্ঘটনা। নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁরা বাজার করছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। তার জেরে ঘটনাস্থলে ৬ যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ভর্তি করানো হয় ওড়িশার কটক মেডিক্যাল হাসপাতালে।

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ শ্রমিকের, পাশে নবান্ন

সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এই খবর পৌঁছতেই শোকস্তব্ধ গোটা গ্রাম। ৭ জনের মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য ওড়িশা রওনা দিয়েছেন পরিবারের লোকজন।এদিকে মৃত শ্রমিকদের দেহ তাঁদের বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে রাজ্য সরকার।

ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ শ্রমিকের, পাশে নবান্ন

এ ব্যাপারে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেহ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রাজ্য সরকার।এ সংক্রান্ত সব রকম ব্যবস্থা নেওয়ার জন্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Most Popular