Saturday, April 20, 2024
spot_img
Homeজেলানওশাদ সিদ্দিকির ফের জেল হেফাজত বারুইপুর কোর্টের নির্দেশে

নওশাদ সিদ্দিকির ফের জেল হেফাজত বারুইপুর কোর্টের নির্দেশে

বিশ্ব সমাচার, বারুইপুর: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর আদালতের বিচারক। বৃহস্পতিবার কেএলসি থানার ১২ নম্বর ধারায় মামলার পরিপ্রেক্ষিতে বারুইপুর কোর্টের মহামান্য বিচারক তাঁকে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৯ মার্চ তাঁকে আদালতে পেশ করা হবে।

নওশাদ সিদ্দিকির ফের জেল হেফাজত বারুইপুর কোর্টের নির্দেশে

গত ২১ জানুয়ারি আইএসএফের জন্মদিন উপলক্ষে কলকাতা সহ ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানা এলাকার হাতিশালা অঞ্চলে আইএসএফ বিধায়ক এবং দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূলের বচসা হয়। তার জেরে সরকারি গাড়ি ভাঙচুর হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে কেএলসি থানা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ বেশ কিছু আইএসএফ কর্মীদের নামে মামলা রুজু করেছিল।

নওশাদ সিদ্দিকির ফের জেল হেফাজত বারুইপুর কোর্টের নির্দেশে

সেই মামলায় বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে হাজির হন নওশাদ সিদ্দিকি।
এদিন নওশাদ সিদ্দিকি কোর্ট থেকে বেরোনোর সময় সাংবাদিকদের বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। ভাঙড়ের তৃণমূলের এক চুনোপুঁটি নেতাকে ধরেছে সিবিআই। ওই নেতার গুরু সওকত মোল্লাকে ধরলে সিবিআই অনেক তথ্য পাবে।

Most Popular