Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাজঙ্গল সংলগ্ন গ্রামে সৌরবাতি লাগানো হচ্ছ কুলতলিতে

জঙ্গল সংলগ্ন গ্রামে সৌরবাতি লাগানো হচ্ছ কুলতলিতে

রফিকুল ঢালি, কুলতলি: গভীর জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে আলোর ব্যবস্থা করল বনদপ্তর৷ সোলার আলো লাগানোর কাজ শুরু হয়েছে নানান জায়গায়৷ কুলতলি ব্লকের দেউলবাড়ি গ্রামে ২৫টি লাইট লাগানো হয়৷ এই বিযয়ে জেলার মুখ্য বনপাল মিলন মণ্ডল জানান, এই অঞ্চলে প্রায়ই বাঘ ঢোকে৷ এছাড়া রাতের অন্ধকারে রাস্তায় চলাচল করতে গিয়ে সাপের কামড় খান অনেকে৷ তাঁদের অনেকেই মারাও যান৷

জঙ্গল সংলগ্ন গ্রামে সৌরবাতি লাগানো হচ্ছ কুলতলিতে

এই ধরনের ঘটনা রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি ৷ বনদপ্তরের এই কাজে সাহায্য করতে এগিয়ে এসেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা৷ মিলনবাবু জানান, আগামীদিনে অন্যান্য জায়গায় এই কাজ করা হবে৷ এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সৌরভ মুখোপাধ্যায় জানান, এখানকার মানুষের সমস্যার কথা মাথায় রেখেই বনদপ্তরের সঙ্গে তাঁরা এই কাজ করছেন৷

জঙ্গল সংলগ্ন গ্রামে সৌরবাতি লাগানো হচ্ছ কুলতলিতে

এই উদ্যোগে খুশি গ্রামবাসীরাও৷ স্থানীয় বাসিন্দা সত্যজিৎ সর্দার জানান, সূর্য ডুবলেই গোটা এলাকা অন্ধকারে ডুবে যেত৷ বাড়ি থেকে বের হতে তাঁরা ভয় পেতেন৷ আলো লাগানোর ফলে তাদের এই সমস্যা অনেকটাই কমবে বলে জানিয়েছেন তিনি৷

জঙ্গল সংলগ্ন গ্রামে সৌরবাতি লাগানো হচ্ছ কুলতলিতে

আরেক বাসিন্দা সিরাজউদ্দিন খান বলেন, রাতে অন্ধকারের জন্য তাঁরা চলাচল করতে পারতেন না৷ প্রতিবছরই অনেকে সাপে কাটা পড়তেন৷ রাস্তায় আলো লাগানোর ফলে অনেকটা সুরাহা হল বলে মনে করেন তিনি ৷ আলো থাকলে বাঘও সহজে লোকালয়ে আসবে না বলে জানান সিরাজউদ্দিন ৷

Most Popular