Saturday, April 20, 2024
spot_img
Homeরাজ্যমাধ্যমিক শুরুর দিনই বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

মাধ্যমিক শুরুর দিনই বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: গোর্খাল্যান্ডের দাবিতে কাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার দিন পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডাকলেন গোর্খাল্যান্ডপন্থীরা।মঙ্গলবার থেকে দার্জিলিংয়ে আপাতত ২৪ ঘণ্টার জন্য অনশনে বসেছেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ড-সহ জিটিএর ৮ সভাসদ।গোর্খাল্যান্ডের দাবির পাশাপাশি, বিধানসভায় সোমবার হওয়া বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরোধিতাও করছেন বিনয়রা। প্রতিবাদে আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ের মানুষের কাছে বাড়ি থেকে না-বেরোনোর আবেদন জানিয়েছেন তাঁরা।

মাধ্যমিক শুরুর দিনই বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

ঘটনাচক্রে, ওই দিন থেকেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তবে আন্দোলনকারীদের দাবি, পরীক্ষার্থীদের কোনও অসুবিধা করে আন্দোলন হবে না।ছাড় দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল বাস-সহ জরুরি পরিষেবাকে।বিনয়রা জানিয়েছেন, পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধা করে তাঁরা আন্দোলন করবেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২৩ তারিখ পাহাড়ে বাজারঘাট, দোকানপাট, গাড়িঘোড়া— কোনও কিছুই তাঁরা বন্ধ রাখার কথা বলেননি। বিনয়ের কথায়, ‘‘সবটাই আবেদন।

মাধ্যমিক শুরুর দিনই বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

যদি কেউ মনে করেন বেরোবেন না বাড়ি থেকে, তাঁদের স্বাগত। যদি কেউ দোকান না খোলেন, স্বাগত। কিন্তু কেউ যদি আবেদনে সাড়া না দেন, আমাদের কিছু বলার নেই।’’ যদিও বিনয়দের এই কর্মসূচিকে ভাল ভাবে নিচ্ছেন না জিটিএ-র চিফ এগ্‌জিকিউটিভ অনীত থাপা। তিনি বলেন, ‘‘দলগুলি হতাশাগ্রস্থ হয়ে এই ধরনের কাজ করছে। পাহাড়ে আর কোনও বন্‌ধ হবে না। পাহাড়ের মানুষ আর বন্‌ধ বা অশান্তি চায় না।’’

মাধ্যমিক শুরুর দিনই বন্‌ধের ডাক, চিন্তায় পরীক্ষার্থীরা

এদিকে মঙ্গলবার শিলিগুড়িতে একটি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, উন্নয়নের জন্য নয়, বন্‌ধের নামে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বন্‌ধের আহ্বায়ক জিটিএ বিরোধী বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের প্রতি মমতার স্পষ্ট বার্তা, ‘‘(পাহাড়ে) কোনও বন্‌ধ হবে না।পাহাড়ে বন্‌ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না।’’

Most Popular