Monday, April 15, 2024
spot_img
Homeদেশটানা তিন দশক বিজেপিকে থাকতে হবে ক্ষমতায় : অমিত শাহ

টানা তিন দশক বিজেপিকে থাকতে হবে ক্ষমতায় : অমিত শাহ

সংবাদ সংস্থা : একটানা ৩০ বছর রাজত্ব করতে হবে বিজেপিকে।তবেই প্রকৃত অর্থে ‘বিশ্বগুরু’ হয়ে উঠবে ভারত। শনিবার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন মহারাষ্ট্রের পুণেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশিত হয়।

টানা তিন দশক বিজেপিকে থাকতে হবে ক্ষমতায় : অমিত শাহ

ওই বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন শাহ।অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “আমাদের কাজ এখনও শেষ হয়নি। ভারতকে সত্যি সত্যিই বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে হলে টানা তিন দশক ক্ষমতা থাকতে হবে বিজেপিকে।” তবেই এই স্বপ্ন পূরণ হবে বলে জানিয়ে দেন শাহ।

Most Popular