Friday, March 29, 2024
Homeদেশইউটিউবের প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মোহন

ইউটিউবের প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মোহন

সংবাদ সংস্থা : সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও সুজান ওজসিসকি। তাঁর কুর্সিতে বসতে চলেছেন ভারতীয়-আমেরিকান নীল মোহন। অর্থাৎ গুগল, মাইক্রোসফটের পর বিশ্বের আরও একটি প্রথমসারির সংস্থার প্রধান হতে চলেছেন এক ভারতীয় বংশোদ্ভূত। তবে কবে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ভিডিয়ো প্ল্যাটফর্মের দায়িত্ব নেবেন নীল, তা এখনও জানানো হয়নি।

ইউটিউবের প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মোহন

যিনি এতদিন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার পদে কর্মরত ছিলেন।সুজান লেখেন, ‘এখানে (অ্যালফাবেট) প্রায় ২৫ বছর কাটানোর পর আজ ইউটিউবের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমি। এটাই আমার জন্য সঠিক সময়। আমার মতে, এই কাজটা আমি করতে পারছি কারণ ইউটিউবে একটা দুর্দান্ত নেতৃত্ব প্রদানকারী দল আছে।’ সেই দলের মধ্যে থেকে কে ইউটিউবের নয়া প্রধান হতে চলেছেন, তাও ঘোষণা করে দেন সুজান।

ইউটিউবের প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মোহন

তিনি বলেন, ‘নয় বছর আগে আমি যখন ইউটিউবে যোগ দিয়েছিলাম, তখন একটা দুর্দান্ত নেতৃত্ব প্রদানকারী দল তৈরি করা আমার অন্যতম লক্ষ্য ছিল। তাঁদের মধ্যে অন্যতম হলেন নীল মোহন। উনি ইউটিউবের এসভিপি এবং নয়া প্রধান হবেন।’

Most Popular