Friday, March 29, 2024
Homeরাজ্যছেলের ছবির সামনে বসে কেঁদেই চলেছেন পুলওয়ামায় শহিদ সুদীপের মা

ছেলের ছবির সামনে বসে কেঁদেই চলেছেন পুলওয়ামায় শহিদ সুদীপের মা

স্টাফ রিপোর্টার: গোটা দুনিয়া যখন ভালোবাসা দিবসে মজে, সেই সময় সন্তানহারা মমতা বিশ্বাস ভাসছেন চোখের জলে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ জন জওয়ান। ভালোবাসার দিনেই রক্তাক্ত পুলওয়ামায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নদিয়ার সুদীপ বিশ্বাস। পলাশিপাড়ার সুদীপ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েই যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। দেশরক্ষায় ব্রতী হওয়া ছিল তাঁর ধ্যান জ্ঞান।”

ছেলের ছবির সামনে বসে কেঁদেই চলেছেন পুলওয়ামায় শহিদ সুদীপের মা

তাড়াতাড়ি বাড়ি ফিরব, তোমরা চিন্তা করো না”, প্রাণোচ্ছ্বল ছেলেটার সেই শব্দগুলো আজও বাবার বুকে হাজার আঘাতে বিদ্ধ করে। মঙ্গলবার সকাল থেকেই নদিয়ার বিশ্বাস পরিবারে ঝড়। বছরের ৩৬৪ দিন তবুও বৃদ্ধ বাবা-মাকে বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করেন সুদীপের দিদি ঝুম্পা বিশ্বাস। ঝুম্পা বলেন, “বাবা-মা দু’জনেই অসুস্থ। তাঁদের দেখাশোনা আমিই করি। আজকের দিনটা এলেই মা-বাবাকে সামলানো মুশকিল হয়ে যায়।

ছেলের ছবির সামনে বসে কেঁদেই চলেছেন পুলওয়ামায় শহিদ সুদীপের মা

ভাই যে নেই, ওরা তা মানতে পারে না।” এদিন সকাল থেকেই কিছু দাঁতে কাটতে চাননি সুদীপের মা মমতাদেবী। ছেলে শোকে কাতর এই প্রবীণার চোখে বারিধারা।বাবা সন্ন্যাসী বলেন, “ছেলেটা বলেছিল ভালো আছে। বাড়ি ফিরবে। হঠাৎ ফোন বিচ্ছিন্ন হয়ে যায়। জোয়ান ছেলেটার দেহ বাড়ির উঠোনে যখন নামাল…উফ এই কষ্ট কী করে বলি। তবে ছেলে দেশের জন্য শহিদ হয়েছে, এই কথাটা ভাবলেই বুক গর্বে ভরে যায়।”

Most Popular