Tuesday, April 16, 2024
spot_img
Homeরাজ্যকার নির্দেশে দুর্নীতি? বলতেই হবে নাম, ভয় পেলে নিরাপত্তা, সুবীরেশকে নির্দেশ বিচারপতির

কার নির্দেশে দুর্নীতি? বলতেই হবে নাম, ভয় পেলে নিরাপত্তা, সুবীরেশকে নির্দেশ বিচারপতির

স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহারের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল করার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি।এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, সেই সময় এসএসসি-র চেয়ারম্যান কে ছিলেন।

কার নির্দেশে দুর্নীতি? বলতেই হবে নাম, ভয় পেলে নিরাপত্তা, সুবীরেশকে নির্দেশ বিচারপতির

এসএসসি-র আইনজীবী জানান, সুবীরেশ ভট্টাচার্য। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সুবীরেশ ভট্টাচার্যকে জানাতে হবে, কার নির্দেশে দুর্নীতি হয়েছে। নাম জানাতে ভয় পেলে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হবে বলে বিচারপতি এদিন স্পষ্ট করেছেন। আদালতের আরও বড় নির্দেশ, যতক্ষণ না সুবীরেশ ভট্টাচার্য নিজেকে নির্দোষ প্রমাণ করছেন, তিনি তাঁর পিএইচডি, স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করতে পারবেন না।

কার নির্দেশে দুর্নীতি? বলতেই হবে নাম, ভয় পেলে নিরাপত্তা, সুবীরেশকে নির্দেশ বিচারপতির

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, “নাম না বললে ধরে নেব, সুবীরেশ ভট্টাচার্যই দুর্নীতির মাথায়।” এই মামলায় সুবীরেশ ভট্টাচার্যকেও জুড়তে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Most Popular