সংবাদ সংস্থা : চেনা ছন্দে ফিরলেন রোনাল্ডো।শুধু গোলের খাতাই খুললেন না, এক ম্যাচে একাই করলেন চার গোল। সৌদির আল নাসেরে পর্তুগিজ তারকার জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছিল। সিআরসেভেনের অফ ফর্ম ক্লাবকর্তাদের ধৈর্যর বাঁধ প্রায় ভেঙে দিয়েছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ধৈর্যটুকু দেখাতে চায়নি আল নাসর কর্তৃপক্ষ। অভিষেক ম্যাচে গোল পাননি। তারপর চোটের কবলে পড়েন।
দ্বিতীয় ম্যাচে সহজ গোল মিস করেছিলেন।যদিও সেই ম্যাচের অন্তিমলগ্নে পেনাল্টি থেকে গোল করে দলকে বাঁচান তিনি। এদিন ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। এরপর ৪০ মিনিটে নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল আসে প্রাক্তন ম্যান ইউ তারকার পা থেকে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে রোনাল্ডো বন্দনা। ‘
সৌদি প্রো লিগে রোনাল্ডোর প্রথম হ্যাটট্রিক’ শিরোনামে চলছে কুর্নিশ। কিন্তু তিন গোল করেই থেমে থাকেননি পর্তুগিজ তারকা। ম্যাচের ৬১ মিনিটে আরও একটি গোল করেন। একইসঙ্গে স্থাপন করলেন নতুন রেকর্ড। শুধু লিগ ম্যাচে ৫০০ গোল করার কীর্তি গড়েন তিনি। প্রতিদ্বন্দ্বী আল শাবাবের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষেস্থান দখল করল রোনাল্ডোর আল নাসের।