Tuesday, April 16, 2024
spot_img
Homeজেলাঘোড়ামারায় শিশুদের আইসিডিএস মুখী করতে দেওয়া হল নানা ধরনের খেলনা

ঘোড়ামারায় শিশুদের আইসিডিএস মুখী করতে দেওয়া হল নানা ধরনের খেলনা

রবীন্দ্রনাথ মণ্ডল, ঘোড়ামারা: খুদে পড়ুয়াদের আইসিডিএস মুখী করতে অভিনব উদ্যোগ নিল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে অঙ্গওয়াড়ি কেন্দ্রের কর্মীদের হাতে প্লে অ্যান্ড লার্ন উপকরণ তুলে দেওয়া হয়। পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ধরনের খেলনা তুলে দেওয়া হয় ঘোড়ামারা দ্বীপের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বিভিন্ন রকম খেলনা তুলে দেওয়া হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের হাতে।

ঘোড়ামারায় শিশুদের আইসিডিএস মুখী করতে দেওয়া হল নানা ধরনের খেলনা

এইসব খেলনা তুলে দেন ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সাগর।দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এই ঘোড়ামারা দ্বীপ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বারবার ভাঙনের কবলে পড়েছে। সেই এলাকার খুদে পড়ুয়াদের মনোবল চাঙ্গা করতে এবং স্কুলমুখী করতে পঞ্চায়েতের এই অভিনব উদ্যোগ। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জীব সাগর বলেন, ছোটদের স্কুলমুখী করার জন্য পঞ্চায়েতের তহবিল থেকে খেলনা তুলে দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

ঘোড়ামারায় শিশুদের আইসিডিএস মুখী করতে দেওয়া হল নানা ধরনের খেলনা

ঘোড়ামারা দ্বীপে অনেকগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে এই উপকরণ তুলে দেওয়া হল। পরবর্তীতে ঘোড়ামারার অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই খেলনা তুলে দেওয়া হবে।

Most Popular