Friday, April 19, 2024
spot_img
Homeবিদেশফের ভূমিকম্প তুরস্কে, মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার

ফের ভূমিকম্প তুরস্কে, মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার

সংবাদ সংস্থা: বাড়ছে মৃত্যু মিছিল।পরপর ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আতঙ্ক কাটছে না এখনও। বুধবার সকালে ফের কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ইতিমধ্যেই তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ১০ হাজার। আহতদের সংখ্যা ৩০ হাজার পার।সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, সিরিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।

ফের ভূমিকম্প তুরস্কে, মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০ হাজার

সেইদিন বিকেলে আরও দু’বার কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল ৭.৬ ও ৬। মঙ্গলবার ফের দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯ ও ৫.৭। এরপর বুধবার সকালেও ভূমিকম্প হয়। দুই দেশ মিলিয়ে তছনছ হয়েছে বিরাট এলাকা। ভেঙে পড়েছে দুই শতাধিক বাড়ি। হাঁড়কাপানো ঠান্ডায় গৃহহীন মানুষের ভিড় বাড়ছে রাস্তায়। এমন কঠিন পরিস্থিতিতে তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে।

Most Popular