Friday, March 29, 2024
Homeজেলা৪টি বাঘরোল শাবক ও ৩টি পেঁচা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে...

৪টি বাঘরোল শাবক ও ৩টি পেঁচা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা

বিশ্ব সমাচার, ক্যানিং: চারটি বাঘরোল শাবক ও তিনটি পেঁচা শাবক উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আসমত মোল্লা সোমবার সকালে নিজের ঘর মেরামতির কাজ করা, সময় নিজের গোয়ালঘর থেকে বাঘরোল শাবকের কান্নার শব্দ শুনতে পান। গোয়ালঘরে ঢুকতেই তাঁর নজরে পড়ে চারটি বাঘরোল শাবক কাঁদছে।

৪টি বাঘরোল শাবক ও ৩টি পেঁচা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা

শাবকগুলো নিয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। পরে এলাকার বিশিষ্ট সমাজসেবী সিরাজ ঘরামিকে ঘটনার কথা জানান। সমস্ত ঘটনা শুনে অতি তৎপরতায় তিনি বন দফতরের সঙ্গে কথা বলেন। পরে শাবকগুলির করুণ দশা দেখে নিজের হাতে মাতৃস্নেহে চারটি বাঘরোল শাবককে দুধ খাইয়ে দেন। শাবকগুলির কান্না থামে। বন দফতরের হাতে সেগুলিকে তুলে দেওয়া হয়।

৪টি বাঘরোল শাবক ও ৩টি পেঁচা উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা

অন্যদিকে, এদিন সকালে হাটপুকুরিয়া গ্রামের বাসিন্দা সোহরাব ঘরামি তাঁর ঘর থেকে উদ্ধার করেন তিনটি পেঁচাকে। পরে সেগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, পেঁচা ও বাঘরোল শাবকগুলি গ্রামবাসীদের মানবিক তৎপরতায় উদ্ধার হয়েছে। আপাতত পর্যবেক্ষণে রাখা হবে। পরবর্তী সময়ে সেগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে।

Most Popular