Thursday, April 25, 2024
spot_img
Homeরাজ্য‘রোজ আসেন, উপদেশ শুনে চলে যান’, ফের সিবিআই-কে ভর্ৎসনা হাইকোর্টের

‘রোজ আসেন, উপদেশ শুনে চলে যান’, ফের সিবিআই-কে ভর্ৎসনা হাইকোর্টের

 স্টাফ রিপোর্টার: শিক্ষক নিয়োগ মামলায় ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। সোমবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি বসুর বেঞ্চে। সেখানেই সিবিআইয়ের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি জানতে চান, ‘‘নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছেন? তাঁদের কেন ছেড়ে রাখা হয়েছে?’’ আবার যাঁদের বিরুদ্ধে টাকা দেওয়া-নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের নিয়েও প্রশ্ন করে কোর্ট।

‘রোজ আসেন, উপদেশ শুনে চলে যান’, ফের সিবিআই-কে ভর্ৎসনা হাইকোর্টের

বিচারপতি প্রশ্ন করেন, ‘‘যাঁরা টাকা দিয়েছেন এবং যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তাঁদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এখনও সিবিআই উদাসীন কেন? এত দিনে তো অনেক টাকা পাচার হয়ে গিয়েছে!’’ বিচারপতির মন্তব্য, ”কেমন করে সিবিআই তদন্ত করবে সেই উপদেশ কেন আদালতকে বারবার দিতে হবে?

‘রোজ আসেন, উপদেশ শুনে চলে যান’, ফের সিবিআই-কে ভর্ৎসনা হাইকোর্টের

এটা ভাল দেখায় না যে বারবার আদালতকে বলে দিতে হচ্ছে যে সিবিআই এবং কমিশন কীভাবে কাজ করবে? কোর্ট বারবার আপনাদের কাছে জানতে চাইছে, যে এই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, ওই ব্যক্তিকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিন্তু এত ঢিলেঢালা মনোভাব কেন?” এরপর তিনি বলেন, ”তদন্ত তাড়াতাড়ি শেষ করুন, মামলা ঝুলে থাকলে এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না।

‘রোজ আসেন, উপদেশ শুনে চলে যান’, ফের সিবিআই-কে ভর্ৎসনা হাইকোর্টের

শূন্যপদ থেকেই যাবে।” কিছু দিন ধরেই তদন্তকারী সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কলকাতা হাই কোর্ট। এ বার বিচারপতি বিশ্বজিৎ বসুর মুখেও সমালোচনা শোনা গেল।

Most Popular