Wednesday, April 24, 2024
spot_img
HomeUncategorizedবিশ্বের সব টি২০ লিগ শেষ পর্যন্ত টিকতে পারবে না: সৌরভ

বিশ্বের সব টি২০ লিগ শেষ পর্যন্ত টিকতে পারবে না: সৌরভ

সংবাদ সংস্থা: একের পর এক দেশে চালু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলছেন সেখানে। তাতে অনেকেই আশঙ্কা করছেন, ক্রিকেটের আসল সৌন্দর্যটাই না হারিয়ে যায়। এই প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।সৌরভ অবশ্য মনে করেন, ছাতার মতো ফ্র্যাঞ্চাইজি লিগ চারপাশে গজিয়ে উঠলেও শেষ পর্যন্ত কয়েকটাই টিকে থাকবে। শহরের এক অনুষ্ঠানে হাজির হয়ে সৌরভ বলেন, ‘সব দেশে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হলেও, জনপ্রিয় অবশ্যই আইপিএল।

বিশ্বের সব টি২০ লিগ শেষ পর্যন্ত টিকতে পারবে না: সৌরভ

বাকি লিগগুলোর চেয়ে আইপিএল অনেকটাই আলাদা। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, দক্ষিণ আফ্রিকার লিগও বেশ ভালো ভাবে আয়োজিত হচ্ছে।’সৌরভ বলেন, ‘এমন জায়গায় এই লিগগুলো হচ্ছে যেখানে ক্রিকেট খুব জনপ্রিয়। আমি মনে করি, চার-পাঁচ বছর পর খুব কম জায়গায় লিগগুলো চলবে। আর আমি জানি কোন লিগটা শেষ পর্যন্ত টিকে থাকবে।

বিশ্বের সব টি২০ লিগ শেষ পর্যন্ত টিকতে পারবে না: সৌরভ

ক্রিকেটাররাও ধীরে ধীরে বুঝতে পারবে কোন লিগের গুরুত্ব রয়েছে। এখন হয়তো সবাই সব লিগে খেলতে চাইছে। তবে কয়েক বছর বাদে কয়েকটা মাত্র লিগই কেবল টিকে থাকবে।’ নব্বইয়ের দশক থেকে ধীরে ধীরে তাদের ক্রিকেটের মান কমেছে সেই কথা বলেছেন তিনি। সৌরভের কথায়, ‘‘পরিকাঠামোর উপরে অনেক কিছু নির্ভর করে।

বিশ্বের সব টি২০ লিগ শেষ পর্যন্ত টিকতে পারবে না: সৌরভ

সিএবি ও বিসিসিআইয়ে থাকার সময় সেটা আমি আরও ভাল বুঝেছি। যখন খেলা শুরু করেছিলাম তখন জিম্বাবোয়ে যে কোনও দলকে হারাতে পারত। কিন্তু ধীরে ধীরে সেখানে ক্রিকেটের মান কমেছে। তাই আগ্রহও কমেছে।’’

Most Popular