Thursday, April 25, 2024
spot_img
Homeবিদেশতুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১৩০০,পাশে ভারতসহ একাধিক দেশ

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১৩০০,পাশে ভারতসহ একাধিক দেশ

সংবাদ সংস্থা: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া।স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। জানা গিয়ে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কম্পনের জেরে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে একের পর এক বহুতল এবং বাড়ি। সেই বাড়িগুলির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের।

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১৩০০,পাশে ভারতসহ একাধিক দেশ

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১৩০০ হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।এই ভূমিকম্পের আঘাতে পাশের দেশ সিরিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সিরিয়ায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩২৬।দুই দেশেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১৩০০,পাশে ভারতসহ একাধিক দেশ

ভূমিকম্প বিধ্বস্তল দুই দেশের হাসপাতালগুলিতে উপচে পড়ছে মৃতদেহ। চারিদিকে শুধু কান্নার রব উঠেছে। এক দিন আগেও যেগুলি বহুতল ছিল, সোমবারের ভূমিকম্পের পর তা কংক্রিট এবং স্টিলের রডের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এহেন ভয়াবহ অবস্থায় তুরস্কের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ।

তুরস্ক, সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১৩০০,পাশে ভারতসহ একাধিক দেশ

আমেরিকা, ইজরায়েল, ইউক্রেনের মতো দেশগুলি থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তুরস্কের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার জরুরি বৈঠকের পর ১০০জনের উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানো হবে সিদ্ধান্ত কেন্দ্রের।

Most Popular