Saturday, April 20, 2024
spot_img
Homeকলকাতাবজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার...

বজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার পথে হাঁটার ভাবনা তৃণমূল নেতৃত্বের

অশোক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বিগত বজবজ বিধানসভা নির্বাচনে বুথ ভিত্তিক ফলাফলের মাপকাটিকে ভিত্তি
করে পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়া হবে। তৃণমূলের উপরতলা থেকে এমনটাই স্থির করা হয়েছে। বলা যায়, এর উপর
বিশেষভাবে জোর দিয়েছে নেতৃত্ব। তাতে বজবজ বিধানসভা কেন্দ্রের ভিতর ১০ টি গ্রাম পঞ্চায়েতে একাধিক
পঞ্চায়েত সদস্য এবার টিকিট নাও পেতে পারে। এমন সম্ভবনা প্রবল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বজবজ বিধানসভা
কেন্দ্রের ভিতর দু’টি পুরসভা পুজালী ও বজবজ ছাড়াও ১০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

বজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার পথে হাঁটার ভাবনা তৃণমূল নেতৃত্বের

এবার ওই সব গ্রাম পঞ্চায়েতে টিকিট দেওয়ার ব্যাপারে স্বচ্ছ ও সব দিক থেকে গ্রহণযোগ্য মুখ বাছাই করা হচ্ছে। এর পাশাপাশি জোর দেওয়া হয়েছে, সংশ্লিষ্টদের সাংগঠনিক ভূমিকার উপর। বিশেষভাবে বুথ ভিত্তিক ভোটারদের সঙ্গে তাঁদের জনসংযোগ কতটাভাল। বিগত বিধানসভা নির্বাচনের সময় বুথ ভিত্তিক ভোট টানার ব্যাপারে তাঁরা কতটা নিজেদের ব্যক্তি ক্যারিশমাকে কাজে লাগাতে পেরেছে। যদিও দেখা যায়, সংশ্লিষ্ট বুথের নির্বাচিত পঞ্চায়েত সদস্য অনেকট ভোটে দলকে তুলে ধরেছেন। তা হলে তাঁর টিকিট পাওয়ার ব্যাপারে কোনও অসুবিধা হবে না। অবশ্য তাঁর নামে আর্থিক কেলেঙ্কারি ও অস্বচ্ছ কাজের অভিযোগ থাকলে টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ, এবার এদিকটাও খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে দলের অন্দরে।

বজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার পথে হাঁটার ভাবনা তৃণমূল নেতৃত্বের

তৃণমূল কংগ্রেসের (ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের) জেলার সাংগঠনিক স্তরের এক পদাধিকারি বলেন, বিগত
নির্বাচনে বজবজ বিধানসভা কেন্দ্রের আওতায় ১০ টি গ্রাম পঞ্চায়েত এর সব মিলিয়ে ৭০টির বেশি বুথে জোড়া
ফুলের ভোট কমেছে। সেখানে বিরোধী দলের কাছে রীতিমতো হেরে বসে রয়েছে তৃণমূল। বুথ ভিত্তিক পর্যালোচনার পর
এমন তথ্য দলীয় নেতৃত্ব পেয়েছে। যা মোটেই সুখকর নয়। দল যাচাই করে দেখেছে, ওই সব বুথে ফল খারাপ হওয়ার
জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য-র ভূমিকা উল্লেখযোগ্য ছিল না। জনসংযোগ ও সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে
হয়নি। তাই ভোটাররা এগিয়ে আসেনি। ফলে ভোট কম পড়েছে। ওই পদাধিকারি বলেন, ৭০ টি বুথে এবার আগেরবার
যাঁদের টিকিট দেওয়া হয়েছিল। সংশ্লিষ্টদের পরিবর্তনের সম্ভবনা এবার প্রবল। দলের উপরতলা এ ব্যাপারে এবার
যে কড়া মনোভাব দেখাতে পারে। তার আভাষ ইতিমধ্যে দিয়েছে।

বজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার পথে হাঁটার ভাবনা তৃণমূল নেতৃত্বের

কয়েকদিন আগে বজবজ-১ ব্লকের সবচেয়ে বড় অঞ্চল
উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক অঞ্চল সভাপতি সোমনাথ দাসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য তিনি বজবজ-১ এর শিক্ষা কর্মাধ্যক্ষ বটে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমনাথবাবুর বিরুদ্ধে অস্বচ্ছ
কাজের সঙ্গে যুক্ত থাকা নিয়ে একাধিক অভিযোগ দলের কাছে গিয়েছে। এছাড়াও এ নিয়ে কয়েকদিন আগে রাস্তার ধারে
তাঁর নাম করে পোস্টার পড়েছিল। যেখানে নানা অভিযোগ লেখা হয়েছিল।

বজবজ বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক ভোটের ফল দেখে আগামী পঞ্চায়েতে টিকিট দেওয়ার পথে হাঁটার ভাবনা তৃণমূল নেতৃত্বের

এমনিতে তিনি সাংগঠনিক কাজে ঠিকমতো সময়
দিচ্ছিলেন না। জনসংযোগের ব্যাপারে সুনাম ছিল না। সব মিলিয়ে তাঁর ভূমিকায় সন্তুষ্ট ছিল না নেতৃত্ব। ফলে
পঞ্চায়েত ভোটের আগেই তাই সাংগঠনিক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। এর ভিতর দিয়ে সোমনাথবাবুকে বুঝিয়ে
দেওয়া হল, এবার আর তিনি টিকিট পাচ্ছেন না। তবে সোমনাথবাবুকে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে গোটা বজবজ-১ এ
পঞ্চায়েত স্তরে অনেকের ভিতর হৃদকম্প শুরু হয়েছে। কে কে বাদ যেতে পারে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Most Popular