Wednesday, April 24, 2024
spot_img
HomeUncategorizedতিন বছর পর সেঞ্চুরি, পন্টিংকে ছুঁয়ে তিন নম্বরে উঠলেন রোহিত

তিন বছর পর সেঞ্চুরি, পন্টিংকে ছুঁয়ে তিন নম্বরে উঠলেন রোহিত

সংবাদ সংস্থা : অবশেষে শতরানের খরা কাটাল রোহিত শর্মা।মঙ্গলবার ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন রোহিত। দীর্ঘ তিন বছর পরে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির মুখ দেখেন ভারত অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন পরে শতরান করেন রোহিত। দীর্ঘ ১৬ মাস পরে ফের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছন তিনি।

তিন বছর পর সেঞ্চুরি, পন্টিংকে ছুঁয়ে তিন নম্বরে উঠলেন রোহিত

এর আগে রোহিত ২০২০ সালের ১৯ জানুয়ারি শেষবার ওয়ান ডে সেঞ্চুরি করেন। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১২৮ বলে ১১৯ রান করেন তিনি। মাঝে ১৬টি ওয়ান ডে ইনিংসে ৫টি হাফ-সেঞ্চুরি করেন হিটম্যান।

তিন বছর পর সেঞ্চুরি, পন্টিংকে ছুঁয়ে তিন নম্বরে উঠলেন রোহিত

সুতরাং ৩ বছর ৫ দিন অর্থাৎ ১১০০ দিন পরে তিনি ফের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন।রোহিত এর আগে শেষবার আন্তর্জাতিক শতরান করেন ২০২১ সালে ৪ সেপ্টেম্বর তারিখে। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫৬ বলে ১২৭ রান করেন হিটম্যান।এই শতরানের সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটাদের তালিকায় যুগ্মভাবে তিন নম্বরে উঠে আসেন রোহিত।

তিন বছর পর সেঞ্চুরি, পন্টিংকে ছুঁয়ে তিন নম্বরে উঠলেন রোহিত

তিনি ছুঁয়ে ফেলেন রিকি পন্টিংকে। পন্টিং ৩৭৫টি ওয়ান ডে ম্যাচের ৩৬৫টি ইনিংসে ৩০টি সেঞ্চুরি করেন। রোহিত ২৪১টি ওয়ান ডে ম্যাচের ২৩৪টি ইনিংসে ৩০টি শতরান করেন।

Most Popular