
স্টাফ রিপোর্টার: কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতির নির্দেশ, “রাজ্যে হুক্কাবার বন্ধের কোনও রুল নেই। রাজ্যকে বন্ধ করতে হলে নতুন করে আইনের সংশোধন করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না।
এর থেকে কেন্দ্র ও রাজ্য প্রচুর রেভিন্যু আয় করে।”বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, “যদি সিগারেট খাওয়ার অনুমোদন থাকে। তাহলে হুক্কাতে তো নিকোটিন আর হারবাল আছে তাতে বাধা কোথায়? পুলিশ কমিশনারের রিপোর্ট সম্পূর্ণ ভেক।’ বিচারপতি মান্থা আরও বলেন,
“একজন মেয়রের কথার ভিত্তিতে হুক্কা বার বন্ধ করা যায় না। পুলিশ যদি কোনও নারকোটিক ব্যবহারের কোনও কিছু পায় তাহলে সেই রেস্তোরা বন্ধ করতে পারে। সাধারণ এলাকায় স্মোকিং জোন করা যাবে না। রেস্তোরাগুলিতে স্মোকিং জোন থাকা দরকার।