
অমিত মণ্ডল, গঙ্গাসাগর: গঙ্গাসাগর মেলার শুরুতেই হাওড়া স্টেশনের কাছে এক বৃদ্ধকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করেন কলকাতা হাইকোর্টের এক মহিলা আইনজীবী। হাওড়া হসপিটালে চিকিৎসার পর তাঁকে রাখা হয় কাঁকুড়গাছির একটি হোমে। বৃদ্ধের কথা বুঝতে পারেননি কেউই। তড়িঘড়ি মহিলা আইনজীবী জানান, হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাবকে।
হাম রেডিওর সদস্যরা বৃদ্ধের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন বৃদ্ধের বাড়ি কোথায়। ওই পুণ্যার্থী প্রাথমিকভাবে মালয়ালম ভাষায় কথা বললেও পরে কন্নড় ভাষায় কথা বলছিলেন। নিজের নাম আকবর বলেন। তাঁর ছবি কেরল ও কর্নাটকে প্রচার করেন হ্যাম রেডিওর সদস্যরা।
কর্নাটকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যাম সদস্য মঞ্জুনাথ বাড়ি খুঁজে বের করেন বৃদ্ধের। হ্যাম রেডিওর সদস্যরা তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে কলকাতায় আসতে বলেন। শনিবার ঐ বৃদ্ধকে নিতে আসেন তাঁর বাড়ির লোকজন।