
স্টাফ রিপোর্টার: শনিবারের তুলনায় রবিবার বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।আগামী তিন চার দিনে আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাড়বে দিনের তাপমাত্রাও। ফলে ঠান্ডা কমে যাবে। তবে এর পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।তবে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায়, সেকথা এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।