বেশি ম্যাচ খেললেই ছন্দে থাকা যায় : শামি

সংবাদ সংস্থা: ২০১৩ সালে শেষ বার কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত। এর পর থেকে শুধু খরা। সেমিফাইনাল, এমন কী ফাইনালে পৌঁছলেও, ট্রফির দেখা মেলেনি। তবে ২০২৩ ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। এ দিকে বিশ্বকাপের আগে এখনও জসপ্রীত বুমরাহের চোট ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। ঘরের মাঠে ভারতকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় দায়িত্ব থাকবে মহম্মদ শামির।
সেই শামি শনিবার রায়পুরে ভারতকে ম্যাচ জিতিয়ে সাংবাদিক বৈঠকে এসে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে মুখ খোলেন শামি।ওয়ানডে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিরাপদ এবং সুস্থ রাখতে বোর্ড তাঁদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর দেবে। তবে শামি মনে করেন, নিয়মিত ম্যাচ খেলাই সর্বোত্তম ফিটনেস বজায় রাখার একমাত্র উপায়।
তাঁর দাবি, ‘আমি সব সময়ে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলতে পছন্দ করি। একটি বড় ইভেন্টের জন্য প্রস্তুত হওয়ার জন্য সর্বাধিক সংখ্যক গেম খেলা সব সময়েই ভালো। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে, আগামীতেও হবে।’ শামি আরও যোগ করেছেন, ‘আমি শুধু আশা করি, মূল খেলোয়াড়রা একটি ভাল জায়গায় থাকবেন।’